ঢাকা
খ্রিস্টাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২.৪১ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২.৪৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1038504 জন

  • নিউজটি দেখেছেনঃ 1038504 জন
এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা
ছবি : সংগৃহীত

জাতীয়করণের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির কথা বলা হয়েছে।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।


তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে।


এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া সমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হতে পারে বলেও জানান তিনি।


দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষক সমাবেশের পাশাপাশি আগামীকাল সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।


শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা।


এর আগে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তবে পুলিশের বাধা পেয়ে পল্টন মোড়ের দিকে চলে যান তারা।


বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আট দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রবিবার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২.৪১ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২.৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ