ঢাকা
খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে দুর্গা পূজা উপলক্ষে ৫ টাকায় বাজার পেল ৩'শতাধিক মানুষ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | সংবাদদাতা
ঠাকুরগাঁও
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ২.০২ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ২.০২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1781 জন

  • নিউজটি দেখেছেনঃ 1781 জন
ঠাকুরগাঁওয়ে দুর্গা পূজা উপলক্ষে ৫ টাকায় বাজার পেল ৩'শতাধিক মানুষ


দুর্গা পূজা উপলক্ষে মাত্র ৫ টাকায় হিন্দু সম্প্রদায়ের ৩'শতাধিক দরিদ্র পরিবারের মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছে ঠাকুরগাঁওয়ের সহায় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ পুজা বাজারের আয়োজন করে সংগঠনটি। এসময় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের। 


৫ টাকার এ পুজা বাজারে ছিলো পোলাও চাল, চিনি, নারিকেল, আটা, তেল ও  একটি করে মুরগী। পুজা উপলক্ষে এসব পণ্য পেয়ে খুশি দরিদ্ররা। 


আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার নিবার্হী অফিসার খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী,সহায় সংগঠনের উপদেষ্টা ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ, ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠনটি। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী।  অসহায় মানুষেরা পুজার দিনটিতে যেনো পরিবারের সদস্যদের নিয়ে ভাল করে খেতে পারে সে লক্ষ্যেই এ বাজারের আয়োজন করা হয়। সংগঠনটির এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। 


২০১৮ সাল থেকে এ পর্যন্ত সফল ভাবে কাজ করে যাচ্ছে সহায় নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | সংবাদদাতা
ঠাকুরগাঁও
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ২.০২ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ২.০২ পূর্বাহ্ন