ঢাকা
খ্রিস্টাব্দ

নওগাঁর নোচনাহার বাজারে তিনটি দোকান আগুনে ভস্মীভূত

‘বৈদ্যুতীক সর্ট সার্কিট’
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1916623 জন

  • নিউজটি দেখেছেনঃ 1916623 জন
নওগাঁর নোচনাহার বাজারে তিনটি দোকান আগুনে ভস্মীভূত
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ সংবাদদাতা:

নওগাঁর পোরশা নোচনাহার বাজারে কাপড় ও স্টেশনারি সহ তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার নোচনাহার বাজারে রমজান মার্কেটের নাজমুল ইসলামের নাজমুল স্টোর, মেহেদী হাসানের মদিনা আতর হাউজ ও স্টেশনারী এবং আমিনুল ইসলামের আমিনুল ক্লোথ স্টোর নামের তিনটি দোকানে আগুন লেগে ভূষ্মিভূত।

স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুন লেগে দোকান তিনটির মালামাল পুড়ে যায়। এসময় মদিনা আতর হাউজের মালিক মেহেদী হাসান আহত হয়। তার শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত টিম লিডার মাসুদ রানা জানান, বৈদ্যুতীক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান তিনটিতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এসময় তারা ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছানোর ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে তিনি জানান। তবে তিনি চলতি তাপদাহে সকলকে সাবধানে চলাচল ও বিদ্যুৎ এবং চুলায় আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন