ঢাকা
খ্রিস্টাব্দ

নারী আম্পায়ার ইস্যু: ক্রীড়ামন্ত্রী বললেন, আসলেই জানি না

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1910487 জন

  • নিউজটি দেখেছেনঃ 1910487 জন
নারী আম্পায়ার ইস্যু: ক্রীড়ামন্ত্রী বললেন, আসলেই জানি না
ছবি : সংগৃহীত

তামিম ইকবাল আগামী বছর থেকে জাতীয় দলে খেলবেন। তবে এটা পুরোপুরি যে বোর্ডের ওপর নির্ভর করছে তা নয়। এটা তার সিদ্ধান্তের ওপরও নির্ভর করছে।


যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন রোববার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


তামিম ইকবাল কবে নাগাদ জাতীয় দলে খেলবেন- এমন প্রশ্নে মন্ত্রী পাপন বলেন, ‘লাস্ট ওর সাথে আমার যতটুকু যোগাযোগ হয়েছে তখন কথা ছিলো যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশনস সাইড ও আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবে। তারপরে আমার সাথে বসবে।


‘ওনাদের সাথে বসেছে। এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, ও সামনের বছর থেকে খেলবে।’


আইপিএল থেকে মুস্তাফিজকে ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হচ্ছে। মুস্তাফিজ আইপিএলে খেললে লাভবান হতেন কি না- এমন প্রশ্নে পাপন বলেন, ‘এতে আইপিএল লাভবান হতো। কিন্তু আমরা কিভাবে লাভবান হতাম?’


সম্প্রতি নারী আম্পায়ারের অধীনে পুরুষ ক্রিকেটাররা মাঠে খেলা নিয়ে আলোচনা-সমালোচনার বিষয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আমি আসলেই জানি না। আমি ফেসবুকে নাই বা সোশ্যাল মিডিয়ায় নাই। এটা একটা কারণ হতে পারে। কিন্তু আমাকে কেউ বলেনি এখনও।’


তামিম ও মুশফিক ডিপিএল ম্যাচে নারী আম্পায়ারের অধীনে খেলেননি। এ বিষয়ে আপনার মন্তব্য কী- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আজকেও কথা বললাম, কিছু তো বলেনি। আসলেই জানি না। আজকে সিআরপি নিয়ে প্রশ্ন করেন। ক্রিকেট বা অন্য কিছু নিয়ে আসলে বলতে চাই না।


‘এখানে আমি আসছি একটা বিশেষ দিন উপলক্ষে। আজ আমাদের শহীদ শেখ জামালের জন্মদিন। এই দিনটাতে এখানে এসে সিআরপির কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারছি। আগেও এখানে এসেছি। কিন্তু এখন তারা আরও বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’


স্পোর্টস রিলেটেড তাদের যা লাগবে সেই চাহিদা ওনারা আমাদের দিয়েছেন। আমরা আজকে কিছু নিয়ে এসেছি। আগামী বাজেটে অবশ্যই আমরা তাদের জন্য আলাদা একটি বরাদ্দ রাখব। তার চেয়ে বড় কথা হলো, ইকুইপমেন্টস টেন্ডার প্রসেসে আছে। সেগুলো আসলেই আমরা দিয়ে দেবো।’


এ সময় মন্ত্রীর সঙ্গে সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. সোহরাব হোসেনসহ সিআরপির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এর আগে মন্ত্রী সিআরপিতে চিকিৎসাধীন পক্ষাঘাতগ্রস্তদের নানা কার্যক্রম ও খেলাধুলা উপভোগ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন