ঢাকা
খ্রিস্টাব্দ

আট জোনে ভাগ হচ্ছে ঢাকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1916132 জন

  • নিউজটি দেখেছেনঃ 1916132 জন
আট জোনে ভাগ হচ্ছে ঢাকা
ছবি : সংগৃহীত

ঢাকাকে একটি পরিকল্পিত নগরীতে রূপান্তরের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন নতুন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)। পরিবেশবান্ধব সুন্দর শহর গড়ে তুলতে ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে বলে জানান তিনি।



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বুধবার (১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।



সিদ্দিকুর রহমান বলেন, “ঢাকা শহরে যে সার্কুলার রোড প্রধানমন্ত্রীর প্ল্যানে আছে, সে অনুযায়ী ইস্ট-ওয়েস্ট রাস্তাগুলো আমরা করব। যাতে আমাদের ট্রাফিক ফ্লো ও জনগণ যারা থাকবে, যারা স্বল্প টাকার বিল্ডিং করবে এবং যারা অভিজাত এলাকায় থাকবে সবাই সমান সুযোগ পায়। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ শুরু করব। আমি আশা করি, রাজউকে যারা আছেন, তারা প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবেন ইনশাআল্লাহ।”



রাজউক চেয়ারম্যান আরও বলেন, “রাজউকের যেসব ইমারত বর্তমানে হচ্ছে, তার মধ্যে অনেক দৃষ্টিনন্দন হচ্ছে গ্লাসের বিল্ডিংগুলো। আমাদের দেশে যে গরম, এর জন্য এটাও একটা কারণ। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ লাগানো, ছাদবাগান করা এবং রাস্তাঘাটগুলো প্রশস্ত করার প্ল্যান আমরা করে ফেলেছি।” 



প্লট নিয়ে অনিয়ম-দুর্নীতির বিষয়ে রাজউক চেয়ারম্যান বলেন, ‘‘রাজউক সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগগুলো নিয়ে আইনগত দিক থেকে রাজউক ও মন্ত্রণালয়ের বোর্ড সমাধান করছে। যাদের প্লট দেওয়া হয়েছে, আইনের দৃষ্টিতে সুষ্ঠুভাবে দেওয়া হয়েছে। অনিয়ম থাকে, থাকলে আমরা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেব।’’ 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ