ঢাকা
খ্রিস্টাব্দ

গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1861041 জন

  • নিউজটি দেখেছেনঃ 1861041 জন
গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত বিদেশি ওষুধ জব্দ
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়ে ১১৫ ধরনের ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।



তিনি বলেন, ‘ছয়টি ফার্মেসি থেকে মোট ১১৫ ধরনের বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। এসব বিদেশি ওষুধের মধ্যে কিছু অবৈধভাবে দেশে আনা হয়েছে এবং কিছু দেশি প্রতিষ্ঠান উত্পাদন করেছে।’ 

তিনি বলেন, ‘নিম্নমানের অনিবন্ধিত ওষুধ বিক্রি অপরাধ। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে।



তাই এগুলো জব্দ করা হয়েছে। ওষুধ দোকানিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তুষ্টিমূলক জবাব না দিতে পারলে মামলা করা হবে। এগুলো বিদেশি ওষুধ (অনিবন্ধিত)।


বাংলাদেশের বাজারে এসব ওষুধ বিক্রি করতে হলে নিবন্ধন নেওয়া প্রয়োজন। প্রয়োজন থাকলেও এসব ওষুধের প্যাকেজিংয়ে কোনো নিবন্ধন নম্বর নেই। ওষুধগুলোর বেশির ভাগই ভারত ও থাইল্যান্ডের।’

এর আগে জুনে ঢাকার বাবুবাজার এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নিবন্ধনহীন নকল ওষুধ জব্দ করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। একই সঙ্গে সন্ধান মেলে নকল প্রেগন্যান্সি টেস্ট কিট ও খোলা কনডম প্যাকেটজাত করার কারখানার।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ