ঢাকা
খ্রিস্টাব্দ

বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ১০৩ জন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1862026 জন

  • নিউজটি দেখেছেনঃ 1862026 জন
বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ১০৩ জন
ছবি : সংগৃহীত

সারা দেশে মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ১০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে রোগটিতে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে চলতি বছরে এক দিনে এত ডেঙ্গু রোগী দেখা যায়নি।


গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৫ জন ঢাকা মহানগরের। মহানগরের বাইরে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রামের ২৩, বরিশালের ১০, খুলনার ৮ ও ময়মনসিংহ বিভাগের দুজন রয়েছে।


বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩১৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ১৫৩ জন এবং ঢাকার বাইরে এই সংখ্যা ১৬২ জন।


নতুন রোগীদের নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩১১ জনে। তাদের মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৬.৪৪ শতাংশ এবং মৃত্যু ৭২.৩৪ শতাংশ ঢাকায়। ঢাকার বাইরে আক্রান্ত ৬৩.৫৬ শতাংশ এবং মৃত্যু ২৭.৬৫ শতাংশ।


স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ