ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকায় থাই প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1859168 জন

  • নিউজটি দেখেছেনঃ 1859168 জন
ঢাকায় থাই প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছবি : সংগৃহীত

একটি প্রতিনিধিদল নি‌য়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) ড. নলিনী তাভিসিন চার‌ দি‌নের সফ‌রে ঢাকায় এসে‌ছেন।  শ‌নিবার (১৩ জুলাই) ঢাকায় আসেন তিনি।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নলিনী তাভিসিনের নেতৃ‌ত্বে থাই বাণিজ্য প্রতিনিধি এবং একটি থাই ব্যবসায়িক প্রতিনিধিদল চার দিনের সরকারি সফরে আজ ঢাকায় এসেছে। বিমানবন্দরে থাই প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রাহাত বিন জামান।


বাংলাদেশ সফরকালে থাইল্যান্ডের বাণিজ্য প্রতিনিধি নালিনী তাভিসিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলটি আড়াইহাজারে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক এবং কোরিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করবে।


ঢাকার থাই দূতাবাস সূত্রে জানা গেছে, গত এপ্রিলে থাইল্যান্ড সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের মধ্যে আলোচনার ফল এই সফর।


নলিনীর সঙ্গে ১৪টি থাই কোম্পানির প্রতিনিধিরা থাকবেন যারা জ্বালানি, শিল্প পার্ক, কৃষি-শিল্প এবং রিয়েল এস্টেটের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন