ঢাকা
খ্রিস্টাব্দ

দুষ্কৃতকারীরা মুখোশ পরে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে : শিক্ষামন্ত্রী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1838129 জন

  • নিউজটি দেখেছেনঃ 1838129 জন
দুষ্কৃতকারীরা মুখোশ পরে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে : শিক্ষামন্ত্রী
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার সময় মুখোশ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 


বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সহিংসতায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 


মহিবুল হাসান চৌধুরী বলেন, “কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা যে বর্ণনা দিয়েছেন, সেটি আসলে বলার মতো নয়।


তারা (আহত শিক্ষার্থী) বলেছেন, ‘মুখোশ পরে হাতে লাঠিসহ অন্যান্য জিনিস নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলা দেখে মনে হচ্ছিল তারা প্রশিক্ষিত।” এরা কারা, সরকারও এদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানান শিক্ষামন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।


স্থগিত হওয়া এইচএসসি, সমমান পরীক্ষাসহ সব পরীক্ষা দ্রুততম সময়ে কিভাবে নেওয়া যায়, তা নিয়েও আমরা কাজ করছি।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ