ঢাকা
খ্রিস্টাব্দ

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1832289 জন

  • নিউজটি দেখেছেনঃ 1832289 জন
এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

১১ বছর পর আবার ছেলেদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত পৃষ্ঠপোষকতার জন্য ‘এক্সপ্রেসেশন অব ইন্টারেস্ট’ আহ্বান করেছে। সেখান থেকেই মিলেছে এই তথ্য।  

 

এর আগে সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ।


টি-টোয়েন্টি সংস্করণের সেই টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ থাকায় মহাদেশীয় লড়াইটি ৫০ ওভারের সংস্করণে হবে। আসরে ছয়টি দল অংশ নেবে। বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গী হিসেবে ষষ্ঠ দল আসবে বাছাই পর্ব খেলে।


যদিও এখনো এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে ফাইনালসহ সব মিলিয়ে ম্যাচ হবে ১৩টি।

প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। সর্বশেষ হয়েছিল ২০২৩ সালে ‘হাইব্রিড মডেলে’র, আয়োজক ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। পরবর্তী আসর অর্থাৎ ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত।


এই টুর্নামেন্টের সূচিও এখনো জানা যায়নি। তবে যেহেতু ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, তাই ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপের পরবর্তী আসর হবে টি-টোয়েন্টি সংস্করণে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন