ঢাকা
খ্রিস্টাব্দ

ক্ষতিগ্রস্ত দুই স্টেশন বাদে মেট্রোরেল চালুর বিষয়ে যা জানা গেল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1834232 জন

  • নিউজটি দেখেছেনঃ 1834232 জন
ক্ষতিগ্রস্ত দুই স্টেশন বাদে মেট্রোরেল চালুর বিষয়ে যা জানা গেল
ছবি : সংগৃহীত

দুর্বৃত্তদের হামলায় ঢাকার মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই দুই স্টেশন পুনরায় চালু হতে প্রায় এক বছর সময় লাগবে বলে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।


সোমবার (২৯ জুলাই) এ বিষয়ে কথা বলেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান।


তিনি বলেন, ‘আসলে এটি সঠিকভাবে বলা যাচ্ছে না। মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণের পর বুঝা যাবে, কবে নাগাদ বাদবাকি স্টেশন দিয়ে মেট্রোরেল চলাচল করতে পারবে। পুরোটাই তদন্ত কমিটির ১০ কর্মদিবসের মধ্যে দেয়া প্রতিবেদনের ওপরে নির্ভর করবে।’


‘প্রতিবেদন এলেই কী আগামী সপ্তাহ থেকে মেট্রোরেল চলাচল করতে পারে’- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আসলে আমাদের কর্তৃপক্ষ বলতে পারবেন। তারা আসলে মনের মধ্যে কী রেখেছেন, কবে চালু করবেন, তা আমি বলতে পারছি না।’


এ বিষয়ে ডিএমটিসিএলের জিএম (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, ‘আমাদের একটা স্টেশনের সঙ্গে আরেকটা স্টেশনের, একটা ট্রেনের সঙ্গে আরেকটা ট্রেনের ইন্টিগ্রেশন করা আছে। এগুলো সব চেক করতে হবে। তারপর আমাদের ট্রায়াল করতে হবে। এরপর আমরা চলাচল উপযোগী কি না তা দেখতে পারবো। এইসব কিছুর জন্য সময় লাগবে।’


তিনি বলেন, ‘যেসব যন্ত্রাংশ ক্ষতি হয়েছে তা তো আমাদের দেশের বাজারে রেডিমেড (তৈরি) পাওয়া যাবে না। আমাদের ম্যানুফেকচারদের অর্ডার দিতে হবে। তারপর তারা তৈরি করবেন। তৈরি করার পর এখানে নিয়ে আসবে। ইন্সটল করবে। অনেক কাজ। আমাদের স্টেশনে যেতে হবে, ভেতরে কী পরিমাণ ক্ষতি হয়েছে দেখতে হবে। তারপর আমরা বলতে পারব। আলামতের জন্য তো আমাদের লোকজন এখনও কাজই শুরু করতে পারেনি।’



মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, ‘সিআইডি, পিবিআই, এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর এজেন্সি তদন্ত করছে। তারা এখনও আমাদের কাজ করতে দিচ্ছে না।’


প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের হামলায় ঢাকার মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে গত ১৮ জুলাই বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন