ঢাকা
খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের শোক মিছিল শুক্রবার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1828348 জন

  • নিউজটি দেখেছেনঃ 1828348 জন
আওয়ামী লীগের শোক মিছিল শুক্রবার
ছবি : সংগৃহীত

শোকের মাস আগস্ট উপলক্ষ্যে আওয়ামী লীগের উদ্যোগে এক ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হবে। আগামী শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টায় রাজধানী ঢাকায় ‘শোক মিছিল’ বের করা হবে।


বুধবার (৩১জুলাই) রাতে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, শোকমিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার বিভিন্ন প্রান্ত হতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ