ঢাকা
খ্রিস্টাব্দ

সহিংসতা বন্ধের আহ্বান, যা বললেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1835161 জন

  • নিউজটি দেখেছেনঃ 1835161 জন
সহিংসতা বন্ধের আহ্বান, যা বললেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার
ছবি : সংগৃহীত

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন করে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। তিনি বলেছেন, এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।


রবিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ আরও মানুষ মারা গেছেন। এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।


আজ সোমবার আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা এবং শাসক দলের পাল্টা কর্মসূচিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘আমার আশঙ্কা, এতে আরও মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে।’

এ অবস্থায় বাংলাদেশের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের প্রাণ, শান্তিপূর্ণ প্রতিবাদ ও বাকস্বাধীনতা রক্ষার বাধ্যবাধকতা মেনে চলতে আহ্বান জানিয়েছেন ভলকার টুর্ক।


শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, এই সপ্তাহান্তে আরও অনেক বিক্ষোভকারী নিহত হয়েছেন। সিরাজগঞ্জে পুলিশ স্টেশনে হামলায় কমপক্ষে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।


সোমবার ঢাকায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে ক্ষমতাসীন দলের যুব শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নামার আহ্বান জানানো হয়েছে। তুর্ক বলেন, এতে আরও প্রাণহানি হবে, আরও ক্ষয়ক্ষতি হবে। আর এজন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন।


এছাড়া জনগণের অসন্তোষ দমনের অব্যাহত প্রচেষ্টা, অতিরিক্ত শক্তি প্রয়োগের এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্যের বিস্তার এবং সহিংসতার জন্য উসকানি দেওয়ার মতো কাজ অবিলম্বে বন্ধ করার আহ্বানও জানিয়েছেন ভলকার তুর্ক।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন