ঢাকা
খ্রিস্টাব্দ

কারিগরি ত্রুটি নেই, কেন চলছে না মেট্রোরেল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1811741 জন

  • নিউজটি দেখেছেনঃ 1811741 জন
কারিগরি ত্রুটি নেই, কেন চলছে না মেট্রোরেল
ছবি : সংগৃহীত

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে মেট্রোরেল চালু করার কথা ছিল। তবে এ দিন মেট্রোরেল চলাচল করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। জানা গেছে, মূলত কর্মচারীদের কর্মবিরতির কারণে মেট্রো রেল চালু করতে পারছে না ডিএমটিসিএল।


সূত্র বলছে, বড় কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে আছেন কর্মচারীরা। এ জন্য বর্তমানে কোনো কারিগরি সমস্যা না থাকলেও মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।



এ জটিলতা নিরসন করে কবে নাগাদ মেট্রোরেল রেল চালু করা যাবে, তাও নিশ্চিত নয়। লিখিতভাবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় কর্মচারীরা।


ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের জানান, কর্মচারীদের যৌক্তিক সব দাবি মেনে নেবেন তারা। এ বিষয়ে নিশ্চয়তাও দেওয়া হয়েছে। তবে কর্মচারীরা ডিএমটিসিএলের পর্ষদে পাস করার পর কর্মবিরতি প্রত্যাহার করতে চান। দ্রুতই সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আসা উপদেষ্টাকে বিষয়টি অবহিত করার চেষ্টা করা হবে। তিনি আশা করছেন, একটা নির্দেশনা পাবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ