ঢাকা
খ্রিস্টাব্দ

রাওয়ালপিন্ডি টেস্ট: শেষ দিনের পরিকল্পনা জানালেন মিরাজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1821163 জন

  • নিউজটি দেখেছেনঃ 1821163 জন
রাওয়ালপিন্ডি টেস্ট: শেষ দিনের পরিকল্পনা জানালেন মিরাজ
ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের চেয়ে ৯৪ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংস ১১৭ রানের লিড নিয়ে শেষ করেছিল টাইগাররা। 


৬ উইকেটে ৪৪৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৬৫ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ২৩ রান। 


রাওয়ালপিন্ডি টেস্ট কোন দিকে গড়াচ্ছে, সবার প্রশ্ন এখন এটি। আজ শেষ দিনে ব্যাট করতে নামবে পাকিস্তান। পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দিতে পারলে সুযোগ থাকবে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার। বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন পঞ্চম দিনের লক্ষ্য সম্পর্কে।

মিরাজ বলছিলেন, 'আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করেছে। যেহেতু আমরা বোলিং করছি আমাদের ভালো একটি সুযোগ আছে। প্রথম সেশনে আমরা যদি ভালো জায়গায় বোলিং করি আর যদি দ্রুত উইকেট নিতে পারি আমাদের সুবিধা থাকবে।'


মিরাজ আরও বলেন, 'আমরা ভালো লিডও পেয়েছি। এখন শুধু উইকেট নিতে হবে এবং ভালোভাবে বোলিং করতে হবে। বোলাররা যেভাবে শেষ এক ঘণ্টা বোলিং করেছে আমার খুব ভালো লেগেছে। আমি স্লিপে ফিল্ডিং করেছি আমার দেখতে খুব ভালো লেগেছে। কালকেও আশা করি ভালো বোলিং করবে।'


মিরাজ দলের ব্যাটিং নিয়ে বলেন, 'পাকিস্তানের উইকেট অনেক সুন্দর। গত বছর এখানে এশিয়া কাপ ছিল আমি ওপেনিংয়ে নেমে আমি সেঞ্চুরি করেছিলাম। আমার খুব ভালো লেগেছে। পাকিস্তানের উইকেট অনেক সুন্দর ব্যাটিং করার জন্য। অবশ্যই আমার রোলটা অনেক গুরুত্বপূর্ণ। আমি ৮ নম্বরে ব্যাটিং করেছি। মুশফিক ভাইয়ের সঙ্গে ১৯২-১৯৩ রানের জুটি গড়েছি এটা দলকে ভালো মোমেন্টাম পাইয়ে দিয়েছে। আমি সব সময় চেষ্টা করি দলের জন্য খেলার। দলের জন্য যেকোনো জায়গায় ভালো কিছু করার জন্য। চেষ্টা করি রান করার জন্য।'


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন