ঢাকা
খ্রিস্টাব্দ

বাঁহাতি স্পিনার হিসেবে সাকিবের বিশ্বরেকর্ড

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1806308 জন

  • নিউজটি দেখেছেনঃ 1806308 জন
বাঁহাতি স্পিনার হিসেবে সাকিবের বিশ্বরেকর্ড
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে আলোচিত একটি নাম হলো সাকিব আল হাসান। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত এক ব্যক্তির হত্যা মামলায় আসামী হিসেবে তার নাম উল্লেখ রয়েছে। যার ফলে তার ক্রিকেট ক্যারিয়ারও হুমকির মুখে পড়েছে। কিন্তু কোনো কিছুই যেনও সাকিবকে ছুঁতে পারছে না। দেশে নানা সমালোচনা হলেও পাকিস্তানে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে আলো ছড়াচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


সেই সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে গড়েছেন বিশ্বরেকর্ড। ৭০৬ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ‘৭০০’ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন দেশসেরা এই ক্রিকেটার।



রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনের খেলা চলছে। ২৩ রানে ১ উইকেট হারানো পাকিস্তান পঞ্চম দিনের প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট। হাসান মাহমুদ ও নাহিদ রানার পর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব। ইনিংসের ২৬ ও ৩২তম ওভারের শেষ বলে দুজনকে সাজঘরে ফেরান সাকিব।



শূন্য রানে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সাউদ শাকিল। অপরদিকে, ওপেনার আব্দুল্লাহ শফিককে সাদমানের ক্যাচে পরিণত করেন তিনি। আর এই উইকেটের মাধ্যমেই অনন্য এই মাইলফলক গড়লেন ‘রেকর্ড’ আল হাসান। এরপর ৪৩তম ওভারে নাসিম শাহকে ফিরিয়ে তৃতীয় উইকেট তুলে নেন।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন