ঢাকা
খ্রিস্টাব্দ

নলকূপ স্থাপনকালে মাটি খুঁড়তেই মিলল প্রাচীন মুদ্রা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1920427 জন

  • নিউজটি দেখেছেনঃ 1920427 জন
নলকূপ স্থাপনকালে মাটি খুঁড়তেই মিলল প্রাচীন মুদ্রা
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নলকূপ স্থাপন করতে গিয়ে মাঠির নিচ থেকে পাওয়া গেল প্রাচীন মুদ্রা। বুধবার পৌরশহরে কাকনহাটি চাঁনু মিয়ার বাড়িতে একটি নলকূপ স্থাপনের সময় মাটি খুঁড়তে গিয়ে সন্ধান মিলেছে প্রাচীন আমলের ৭৭টি মুদ্রা।


মাটির নিচ থেকে খুঁড়ে পাওয়া প্রাচীন মুদ্রা সন্ধানের খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে এলাকার লোকজন ভিড় জমান। পরে স্থানীয় প্রশাসনের নির্দেশে পুলিশ মুদ্রাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।


স্থানীয়রা জানান, চাঁনু মিয়ার বাড়িতে পার্শ্ববর্তী উপজেলা গৌরীপুরের বেতন্দর গ্রামের নলকূপ মিস্ত্রি মজিবুর রহমান, রাকিবুল ও শামীম নলকূপ বসাতে গিয়ে মাটি খোঁড়ার সময় একটি মাটির পাত্র দেখতে পান। পরে পাত্রটি ভেঙে দেখতে পান প্রাচীন আমলের মুদ্রাগুলোতে আরবি হরফে লিখা। 


ওই এলাকার সাবেক কাউন্সিলর আবুল কাশেম তালুকদার জানান, ওই পাত্রে ৭৭টি মুদ্রা পাওয়া গেছে।


ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর জানান, মুদ্রাগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক বিভাগে প্রেরণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন