ঢাকা
খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1905716 জন

  • নিউজটি দেখেছেনঃ 1905716 জন
সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। রোববার বিকাল ৩টার দিকে উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।


এ সময় গাড়ি থেকে একজন কৌশলে পালিয়ে গেলেও আটক করা হয় টেকনাফ উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে মো. ইসহাককে।


নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি অ্যাম্বুলেন্স টেকনাফ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজাসংলগ্ন চেকপোস্টে আমরা অবস্থান নেই। পরবর্তীতে আমরা সন্দেহজনক অ্যাম্বুলেন্স তল্লাশি করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হই; যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর আগেও ইসহাক এ পদ্ধতিতে একাধিকবার মাদক সাপ্লাইয়ের সঙ্গে জড়িত ছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন