ঢাকা
খ্রিস্টাব্দ

শেরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই বন্ধু নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1901745 জন

  • নিউজটি দেখেছেনঃ 1901745 জন
শেরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই বন্ধু নিহত
ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর এক বন্ধু। শুক্রবার (১৭ মে) দুপুর ১২টার দিকে শ্রীবরদী-শেরপুর সড়কের গোসাইপুরের ভারেরা এলাকার তিন রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন- কুড়িকাহনীয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত আহমেদ হৃদয় (১৮) ও তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া বাবু (১৭)। আহত হয়েছেন মাসুম মিয়ার ছেলে তৌহিদ মিয়া (১৮)। নিহত হৃদয় এবার এসএসসি পাস করেছে আর ফয়সাল দশম শ্রেণির ছাত্র। আহত তৌহিদ মাদ্রাসা থেকে হাফেজি শেষ করেছে।


প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে তিন বন্ধু হৃদয়, বাবু ও তৌহিদ বাড়ি থেকে বকশিগঞ্জে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। ভারেরা তিন রাস্তার মোড়ে এলে বিপরীত দিক আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দুই জনকে শ্রীবরদী ও একজনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক হৃদয় ও বাবুকে মৃত ঘোষণা করেন।


শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, দুই জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে শেরপুর সদর হাসপাতাল সূত্র জানায়, এখানে নিয়ে আসার আগেই মারা গেছে একজন।


শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন