ঢাকা
খ্রিস্টাব্দ

রামপুরায় অবরোধ ছাড়লেন রিকশাচালকরা, যান চলাচল স্বাভাবিক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1901683 জন

  • নিউজটি দেখেছেনঃ 1901683 জন
রামপুরায় অবরোধ ছাড়লেন রিকশাচালকরা, যান চলাচল স্বাভাবিক
ছবি : সংগৃহীত

অটোরিকশা চালানোর দাবিতে সোমবার সকালে অটোরিকশা চালকরা রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করেন। এতে এই পথে যানজট দেখা দেয়। ৪৫ মিনিট পর চালকরা সড়ক ছেড়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল।


রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান গণমাধ্যমে জানান, সকালে চালকরা অটোরিকশা চালানোর দাবিতে রাস্তায় নামেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল সাড়ে ১০টার দিকে চালকরা রাস্তা ছেড়ে দেন।


খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়।


এর আগে  রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে দিনভর অটোরিকশা চালানোর দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেন চালকরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ