ঢাকা
খ্রিস্টাব্দ

লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল চালক-হেলপারের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1904273 জন

  • নিউজটি দেখেছেনঃ 1904273 জন
লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল চালক-হেলপারের
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পুংলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, কাভার্ড ভ্যানের চালক ও হেলপার। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে করা যায়নি।



পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে লরি ও কাভার্ড ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পুংলী ব্রিজের কাছে পৌঁছালে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।



এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন