ঢাকা
খ্রিস্টাব্দ

সিলেটে বাস খাদে, আহত ৭

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1893518 জন

  • নিউজটি দেখেছেনঃ 1893518 জন
সিলেটে বাস খাদে, আহত ৭
ছবি : সংগৃহীত

সিলেট : সিলেটের জকিগঞ্জে যাত্রবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বন্যার পানিতে পড়ে যায়। এতে আহত অন্তত ৭ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জকিগঞ্জ-আটগ্রাম সড়কের লামারগ্রামে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি বাসটি জকিগঞ্জ উপজেলা সদর থেকে আটগ্রাম হয়ে সিলেটের উদ্দেশে রওনা দেয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে চালক বাসটি দ্রুত চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বন্যার পানিতে পড়ে যায়।


এ সময় বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হলেও আহত হন সাতজন। গুরুতর অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, দুর্ঘটনায় আহতদের একজন ছাড়া অন্যদের অবস্থ গুরুতর নয়। অন্যাযাত্রীরাও নিরাপদে বাস থেকে নেমেছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ