ঢাকা
খ্রিস্টাব্দ

সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে ডিএনসিসির কমিটি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1874748 জন

  • নিউজটি দেখেছেনঃ 1874748 জন
সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে ডিএনসিসির কমিটি
ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩০ ও ৩৩ নম্বর ওয়ার্ডের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন করেছে ডিএনসিসি।


শুক্রবার (২১ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই কমিটি গঠন করে দিয়েছেন।



সচিব মোহাম্মদ মাসুদ আলম জানান, এ কমিটি ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় সর্বমোট কতজন ভোটার এবং ৩০ নম্বর ওয়ার্ডে নিবন্ধিত হয়েছে তার সঠিক সংখ্যা নির্ধারণ করে বিস্তারিত বিবরণ সম্বলিত প্রতিবেদন প্রণয়ন করবেন। এছাড়া আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।


ডিএনসিসি সূত্রে জানা গেছে, তিন সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে পাশাপাশি সদস্য সচিব হয়েছেন ডিএনসিসির আরবান রিজিলিয়েন্স প্রকল্পের প্রতিনিধি এবং সদস্য করা হয়েছে ডিএনসিসির নগর পরিকল্পনা বিভাগের প্রতিনিধিকে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন