News Link: https://www.dailylalsobujbd.com/news/1R4
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্র্বতী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন। আদালত মন্তব্য করে বলেছেন, অন্তর্র্বতী সরকারকে দেশের জনগণ বৈধ হিসেবে মেনে নিয়েছে, তাই এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্র্বতী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।আদালত বলেছেন, ‘সংবিধান অনুযায়ী অন্তর্র্বতী সরকারের শপথ গ্রহণের পর, জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতেই এই সরকার বৈধভাবে কাজ করছে। তাই এ নিয়ে কোনো ধরনের বিতর্ক বা সংশয় থাকতে পারে না।’ এর আগে রিটকারীরা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্র্বতী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, তবে আদালত তাদের আবেদন খারিজ করে দেয় এবং সরকারের বৈধতার বিষয়টি নিশ্চিত করে। তবে রিটকারী আইনজীবী মুহসিন রশিদ এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।