ঢাকা
খ্রিস্টাব্দ

বিতর্ক থাকতে পারে না অর্ন্তবর্তী সরকার নিয়ে : হাইকোর্ট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১.৫৯ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১.৫৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1145541 জন

  • নিউজটি দেখেছেনঃ 1145541 জন
বিতর্ক থাকতে পারে না অর্ন্তবর্তী সরকার নিয়ে  : হাইকোর্ট
ফাইল ছবি

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্র্বতী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।


সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন। আদালত মন্তব্য করে বলেছেন, অন্তর্র্বতী সরকারকে দেশের জনগণ বৈধ হিসেবে মেনে নিয়েছে, তাই এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।


এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্র্বতী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।আদালত বলেছেন, ‘সংবিধান অনুযায়ী অন্তর্র্বতী সরকারের শপথ গ্রহণের পর, জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতেই এই সরকার বৈধভাবে কাজ করছে। তাই এ নিয়ে কোনো ধরনের বিতর্ক বা সংশয় থাকতে পারে না।’ এর আগে রিটকারীরা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্র্বতী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, তবে আদালত তাদের আবেদন খারিজ করে দেয় এবং সরকারের বৈধতার বিষয়টি নিশ্চিত করে। তবে রিটকারী আইনজীবী মুহসিন রশিদ এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১.৫৯ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১.৫৯ পূর্বাহ্ন