ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.৩৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.৩৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1215953 জন

  • নিউজটি দেখেছেনঃ 1215953 জন
পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি - ৯৩ ব্যাচ। 


সোমবার (৩০ ডিসেম্বর) পিরোজপুর পৌরসভার ডিসি পার্ক এলাকায় বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল, জেলা তাঁতী দল আলী শেখ, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশ্রাফুল আলম সজলসহ অনেকে।


এসময় ৯৩ ব্যাচের শিক্ষার্থী ও জেলা নির্বাচন কমিশন অফিসার মো.মিজানুর রহমান বলেন, আমরা এসএসসি ৯৩ ব্যাচ পিরোজপুর শাখা থেকে মানবিক সাহায্য হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা আগেও ৯৩ ব্যাচ ব্যানারে অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকবে। 


৯৩ ব্যাচ শিক্ষার্থী শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন,  মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা এসএসসি - ৯৩ ব্যাচ অসহায় ও দুস্থ  মানুষদের জন্য কাজ করি। দেশের ক্রান্তিলগ্নে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.৩৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ