ঢাকা
খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ১৭ হাজারের বেশি কর্মী পাঠাতে ব্যর্থতার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১.৩৯ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১.৩৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 809918 জন

  • নিউজটি দেখেছেনঃ 809918 জন
মালয়েশিয়ায় ১৭ হাজারের বেশি কর্মী পাঠাতে ব্যর্থতার জন্য দায়ী  রিক্রুটিং এজেন্সি

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত ২০ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। রিপোর্টে ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার ঘটনায় রিক্রুটিং এজেন্সি দায়ী করা হয়েছে।


আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। এ সময় হাইকোর্ট ১৭ হাজার ৭৭৭ জনকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা ২৭ আগস্টের মধ্যে তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন। একই সঙ্গে দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।


ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরেও গত ৩১মে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। পরে এর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। গত বছরের ১৬ জুলাই হাইকোর্ট রুলসহ একটি আদেশে ভিসাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকার পরও সম্প্রতি কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। আগামী ২৭ আগস্ট মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১.৩৯ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১.৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ