ঢাকা
খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ, | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১১.৩২ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১১.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1147269 জন

  • নিউজটি দেখেছেনঃ 1147269 জন
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান
ছবি : সংবাদদাতা প্রেরিত।

অদ্য ১৫ জানুয়ারি সকালে রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের উদ্যোগে তারাগঞ্জ হাইওয়ে থানা এলাকাস্থ ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে “রোড সেফটি এবং ট্রাফিক আইন” সংক্রান্ত একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রজেক্টরের মাধ্যমে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন। উপস্থাপনায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে সাড়ে সাত হাজার থেকে আট হাজার মানুষ প্রাণ হারান, যার মধ্যে একটি বড় অংশ শিক্ষার্থী।


তিনি বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো গাড়িচালকদের ট্রাফিক আইন না মানা এবং পথচারী ও শিক্ষার্থীদের অসচেতনতা। তিনি শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং তাদের ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকার পরামর্শ দেন।


পুলিশ সুপার আরও বলেন, "একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না"। তাই মহাসড়কে চলার সময় নিয়ম মানার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক ধারণা দেন। পাশাপাশি মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠান শেষে তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, তারাগঞ্জ লোকাল থানার অফিসার ইনচার্জ, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক এই অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিরাপদ মহাসড়ক তৈরিতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ, | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১১.৩২ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১১.৩২ অপরাহ্ন