ঢাকা
খ্রিস্টাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক আহত, পরিচয় খুঁজছে পুলিশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সাদুল্লাপুর সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাইবান্ধা
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৫.২৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৫.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1138007 জন

  • নিউজটি দেখেছেনঃ 1138007 জন
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক আহত, পরিচয় খুঁজছে পুলিশ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক (২৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ৩৯৬ কিমিঃ/৬-৮ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যুবকটিকে উদ্ধার করে বোনারপাড়া জিআরপি থানার পুলিশের সহায়তায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।


বোনারপাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, আহত যুবকের মাথা ও কোমরে গুরুতর আঘাতের কারণে সেলাই করা হয়েছে এবং তাকে স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।


যুবকটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কেউ যদি তাকে চিনে থাকেন, তাহলে ০১৩২০১৭৮২৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন বোনারপাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ।


পুলিশ আশা করছে, দ্রুত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং তার পরিবারকে খবর দেওয়া যাবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সাদুল্লাপুর সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাইবান্ধা
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৫.২৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৫.২৪ অপরাহ্ন