ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামকে ‘স্মার্ট শহর’ গড়তে আইটি উদ্যোক্তাদের সহযোগিতা চান মেয়র

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১১.২৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১১.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1129002 জন

  • নিউজটি দেখেছেনঃ 1129002 জন
চট্টগ্রামকে ‘স্মার্ট শহর’ গড়তে আইটি উদ্যোক্তাদের সহযোগিতা চান মেয়র

চট্টগ্রামকে ‘স্মার্ট শহর’ হিসেবে গড়ে তুলতে আইটি উদ্যোক্তাদের সহযোগিতা চেয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন হলে ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র সমাপনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের দেশে এখন সম্ভাবনাময় যে খাত সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি (আইটি)। এ খাতকে যদি আমরা বিভিন্নভাবে সামনে আনতে পারি তাহলে একসময় এটাও দেশের জিডিপিতে অবদান রাখতে পারবে। চট্টগ্রামকে আমি স্মার্ট সিটি দেখতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।


তিনি বলেন, বড় ইভেন্টগুলো চট্টগ্রামে কম হয়। সব ইভেন্ট ঢাকামুখী হয়ে গেছে। এখন বর্তমান যুগ রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাচ্ছে। পুরো পৃথিবী কিন্তু সেদিকে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি।

চট্টগ্রাম নগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটা স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে হবে। ইন্টারনেট ক্যাবলগুলো মাটির নিচে নিয়ে যেতে আমার সঙ্গে তিন থেকে চারটি কোম্পানি দেখা করেছে। গতকালও (বৃহস্পতিবার) তারা এসেছে। আমি দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেছি।


সামিট গ্রুপ, বাহনসহ তিনটি কোম্পানি এসেছে। তারা আগেও প্রপোজাল দিয়েছিলেন। পরীক্ষামূলকভাবে আপনারা তিনটি কোম্পানি দু-তিনটি ওয়ার্ডকে টার্গেট করেন। যাদের কাজ ভালো হবে অবশ্যই আমি তাদের সঙ্গে কাজ করব। কোয়ালিটির একটি প্যাটার্ন যাতে চট্টগ্রামের এ এক্টিভিটির মধ্যে থাকে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১১.২৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১১.২৮ অপরাহ্ন