মাদারীপুর জেলার শিবচরে পদ্মানদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। এরপর পুলিশ এসে ওই অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ৪টার দিকে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার পদ্মানদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, দুপুরে চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় পদ্মানদীতে এক নারীর লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন এলাকাবাসী। খবর পেয়ে চরজানাজাত নৌপুলিশ ও শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে অর্ধগলিত থাকায় পরিচয় এবং বয়স সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.শহিদুল ইসলাম খান বলেন, এলাকাবাসীর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। মরদেহটি প্রায় গলিত। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে পানিতে বেশ কয়েকদিন ডুবেছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।