ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে তারুন্যের উৎসব উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1138266 জন

  • নিউজটি দেখেছেনঃ 1138266 জন
পিরোজপুরে তারুন্যের উৎসব উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

"এসো দেশ বদলাই, পৃশিবী বদলাই" এই শ্লোগানে পিরোজপুরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


 মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১১ টায় জেলা স্ট্রেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় মিলিত হয়। 

র‌্যালী পরবর্তি তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। 


এসময় জেলা প্রশাসক বলেন,  তারুন্যের শক্তিতে বলিয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদা। তাই আজ সময় এসেছে তারুন্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমানের। তারুন্যের শক্তি কথাটির পূর্নতা পায় যখন কোন সমাজের তরুনদের চিন্তা ভাবনার পরিবর্তন হয়।  একজন তরুন এমন ভাবে স্বপ্ন দেখতে হবে যেখানে সব শ্রেণির মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। যেখানে মানুষ নিজের ভোট নিজে  স্বত:পূর্তভাবে দিতে পারবে এবং সবার  শিক্ষার অধিকার নিশ্চিত হবে। 





নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ