ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বন্দরে মিয়ানমার-ভারতের চালবাহী দুই জাহাজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.০২ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.০২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1105019 জন

  • নিউজটি দেখেছেনঃ 1105019 জন
চট্টগ্রাম বন্দরে মিয়ানমার-ভারতের চালবাহী দুই জাহাজ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বিদেশ থেকে দুটি চালভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার দুপুরে ময়ানমার থেকে ২২ হাজার টন ও ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে এগুলো এসে পৌঁছায় বলে বন্দর সূত্রে জানা গেছে। 


জানা গেছে, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপচাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি পান্দোরা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।জাহাজে রাখা চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।


এর আগে দেশে চাহিদা ও ঘাটতি মেটাতে জরুরিভাবে পাঁচটি গুরুত্বপূর্ণ ভোগ্য ও ব্যবহার্য পণ্য আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এমন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ভোগ্য পণ্য হিসেবে ১ লাখ টন চাল, ১০ হাজার টন চিনি এবং ১০ হাজার টন মসুর ডাল আমদানি করা হবে। এ ছাড়া কৃষি ও শিল্প খাতে ব্যবহার্য প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৩০ হাজার টন টিএসপি সার। এসব পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত দরপত্র এবং রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানানো হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.০২ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১১.০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ