ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামের চাক্তাইয়ে ৭ দোকান আগুনে পুড়ে ছাঁই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১০.৪৯ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১০.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1096992 জন

  • নিউজটি দেখেছেনঃ 1096992 জন
চট্টগ্রামের চাক্তাইয়ে ৭ দোকান আগুনে পুড়ে ছাঁই
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোর পাঁচটার দিকে চাক্তাই নতুন ফিশারিঘাট এলাকার ওমর আলী মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, খবর পেয়ে আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এস এম আব্দুল করিম তারেক জানান, ওমর আলী মার্কেটে ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৭টির মতো দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা বলেও তিনি জানান। 


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, ভোর পাঁচটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের সদস্যরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুনে সাতটি দোকান পুড়ে ছাই গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি— জানান এই কর্মকর্তা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১০.৪৯ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১০.৪৯ অপরাহ্ন