ঢাকা
খ্রিস্টাব্দ

সাবেক বিচারপতি জিনাত আরা আইন কমিশনের নতুন চেয়ারম্যান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1747398 জন

  • নিউজটি দেখেছেনঃ 1747398 জন
সাবেক বিচারপতি জিনাত আরা আইন কমিশনের নতুন চেয়ারম্যান
ছবির ক্যাপশন : বিচারপতি জিনাত আরা । ছবি : লাল সবুজ বাংলাদেশ

সরকার সাবেক বিচারপতি জিনাত আরাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (২ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এছাড়া সাবেক বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হককেও আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, আইন কমিশন আইন, ১৯৯৬ এর ধারা ৫-এর উপ-ধারা (১) ও (২) অনুযায়ী, সাবেক বিচারপতি জিনাত আরাকে আগামী ৩ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। এই পদে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।


শামীম হাসনাইন ও ড. নাঈমা হককে পৃথকভাবে ৩ বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা একইভাবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের বেতন ও সুবিধা পাবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন