ঢাকা
খ্রিস্টাব্দ

আল আজহার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৫৯ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৫৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 988417 জন

  • নিউজটি দেখেছেনঃ 988417 জন
আল আজহার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন আল আজহার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি  অনুমোদিত হয়েছে।  আজ সোমবার ১০/০৩/২০২৫ ইং তারিখ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ২০২৪ সালের প্রবিধান ৬৪ অনুসারে ০৬ মাসের জন্য ০৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


ম্যানেজিং কমিটির সভাপতি পদে শিক্ষা বোর্ড কর্তৃক মো: সাহাব উদ্দিন কে মনোনীত করা হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক আব্বাছ উদ্দিন কে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আবু মুসলিম মো: জুনাইদ কে মনোনীত করা হয়। তাছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন। 


দুইটি শর্ত সাপেক্ষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শর্তসমূহ হলো: (ক) এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। (খ) প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১২/০৪/২০১১ ইং তারিখের শিম/শা: ১১/১০-১১/২০০৯/১৭১ সংখ্যক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৫৯ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১.৫৯ অপরাহ্ন