ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসে চাকুরী স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ

📢কর্মবিরতি ও প্রতিবাদে ৮৫ শ্রমিক, দাবি: অবিলম্বে চাকুরী স্থায়ীকরণ করুন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই ।। দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1753120 জন

  • নিউজটি দেখেছেনঃ 1753120 জন
মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসে চাকুরী স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ
এশিয়ান পেইন্টস কারখানার সামনে চাকুরী স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।

রবিবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এশিয়ান পেইন্টস কারখানার সামনে চাকুরী স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।


বিক্ষোভে অংশগ্রহণকারী ৮৫ জন শ্রমিক কর্মবিরতি দিয়ে বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। তারা বলেন, “আমরা সবাই বিবেকবোধ বৈষম্যকে করবো রোধ” এবং “এক দফা এক দাবী চাকুরী স্থায়ীকরণ করতে হবে”।


বক্তৃতায় অপারেটর নাজিম উদ্দীন নয়ন, ইমাম হোসেন, ইকবাল হোসেন, নিশান, জহির ও কামরুলসহ অন্যান্যরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা অভিযোগ করেন, “গত তিন বছর ধরে স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হয়নি, বরং তৃতীয় পক্ষের মাধ্যমে বহিরাগত লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে।”



শ্রমিকরা জানান, তাদের পূর্বপুরুষেরা এই অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দিয়েছেন, অথচ এখন বিনা নোটিশে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে। তারা কঠোর অবস্থান নিয়ে বলেছেন, “যতদিন পর্যন্ত আমাদের দাবী পূরণ না হবে, ততদিন আমরা কর্মবিরতি চালিয়ে যাব।”


এদিকে, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও, এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই ।। দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন