ঢাকা
খ্রিস্টাব্দ

আফজাল হোসেন: স্বাধীন কথোপকথন ও সমাজের বর্তমান চিত্র

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1753473 জন

  • নিউজটি দেখেছেনঃ 1753473 জন
আফজাল হোসেন: স্বাধীন কথোপকথন ও সমাজের বর্তমান চিত্র
ছবি : সংগৃহীত। ডেস্ক রিপোর্ট । দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেন সম্প্রতি দেশের বর্তমান সামাজিক চিত্র নিয়ে মন্তব্য করেছেন। তিনি ফেসবুকে প্রকাশিত এক পোস্টে উল্লেখ করেন, “একসময় কথা বলতে হতো হিসাব করে, এখন লাগামছাড়া কথাবার্তা হচ্ছে।”


অভিনেতা বলেন, কিছুদিন আগে ছাত্র-ছাত্রীরা রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করতে নেমেছিল, সে সময় তিনি অবাক হয়ে দেখছিলেন যে কিভাবে নিয়ম মেনে চলা সম্ভব। শহরের অযথা অনিয়মের প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যে যত বেয়াড়া, সে তত স্মার্ট।”


তিনি আরও মন্তব্য করেন যে, একসময় মানুষ নিয়ম মেনে চলার ক্ষেত্রে গোপন শিষ্টাচার বজায় রাখত, কিন্তু বর্তমানে সবাই স্বাভাবিকভাবে নিজেদের ইচ্ছামতো চলাফেরা করছে। আফজাল হোসেনের মতে, আগে জনগণের মধ্যে ভয়ের পরিবেশ ছিল, কিন্তু এখন মানুষের মধ্যে একটি নতুন স্বাধীনতা এসেছে, ফলে সবাই তাদের কথা বলার স্বাধীনতা পাচ্ছে।


তিনি সতর্ক করে বলেন, “এখন যেন বুক ফুলিয়ে অনুচিত কাণ্ড করা যায়। আমাদের সভ্যতার সীমা জানা নেই।” আফজাল হোসেনের এই পর্যবেক্ষণ আমাদের চিন্তার খোরাক দেয়, বিশেষ করে বর্তমান সমাজের মূল্যবোধ ও আচরণের দিকে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন