ঢাকা
খ্রিস্টাব্দ

২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
নিউজটি দেখেছেনঃ 1734714 জন
  • নিউজটি দেখেছেনঃ 1734714 জন
২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা আরম্ভ হচ্ছে। আগামী ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশের সকল নদী ও সাগরে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


নিষেধাজ্ঞা সফলভাবে কার্যকর করতে উপজেলা মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ড সাগরে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করবে।


এদিকে, মৌসুমের শুরু থেকে ১০ বার দুর্যোগের কবলে পড়া এবং ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছ ধরতে না পারায় উপজেলার ২৬০০ নিবন্ধিত জেলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই অর্থনৈতিক ক্ষতির কারণে ব্যবসা গুটিয়ে ফেলছেন।


স্থানীয় জেলে শম্ভু জলদাশ জানান, সাগর থেকে ফিরেও তারা ছোট আকারের মাত্র ২৩ কেজি ইলিশ পেতে পেরেছেন। জেলে হারাধন জলদাশ বলেন, দুর্যোগের কারণে তারা সঠিকভাবে জাল ফেলতে পারেননি এবং বর্ষার প্রভাব তাদের ক্ষতিগ্রস্ত করেছে।


মিরসরাই জেলে সমবায় সমিতির সাধারণ সম্পাদক হরিশংকর জলদাশ জানান, ইলিশ মৌসুমের তিন মাস নিষেধাজ্ঞায় ও বাকি তিন মাস প্রাকৃতিক দুর্যোগে জাল ফেলতে পারেন না জেলেরা, ফলে তারা বিপর্যস্ত হয়ে পড়েছেন।


মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, মা ইলিশের প্রজনন রক্ষায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

আপডেট :