ঢাকা
খ্রিস্টাব্দ

ভারত থেকে ৬০০ টন কাঁচা মরিচের আমদানি, প্রতি কেজি দাম ৯৬ টাকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1743975 জন
  • নিউজটি দেখেছেনঃ 1743975 জন
ভারত থেকে ৬০০ টন কাঁচা মরিচের আমদানি, প্রতি কেজি দাম ৯৬ টাকা
ছবি : সংগৃহীত

যশোরের শার্শার বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে গত দুই দিনে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত ১০ টন ৯৫৬ কেজি মরিচ এসেছে, আর সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। দেশে কাঁচা মরিচের দাম বাড়তে থাকায় এই আমদানি করা হচ্ছে।


ভারতে দুর্গাপূজার কারণে গত পাঁচ দিন বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল। সোমবার বন্দরের কার্যক্রম শুরু হলে একদিনেই ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ এসেছে। ইতোমধ্যে আমদানিকারকরা পণ্যটি খালাস করে নিয়ে গেছেন।


বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় তিন কোটি ৩৪ লাখ টাকায় কাঁচা মরিচ আমদানি করেছেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা, যেখানে শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা। ফলে প্রতি কেজির মোট মূল্য দাঁড়িয়েছে ৯৬ টাকা।


রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। সোমবারের ৫০ ট্রাকের মরিচ শুল্ক পরিশোধ করে দ্রুত বের হয়ে গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :