ঢাকা
খ্রিস্টাব্দ

স্মৃতির ফ্রেমে সুপ্রিয়া দেবী: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি

'মেঘে ঢাকা তারা' স্মৃতির ফ্রেম থেকে...
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1726806 জন
  • নিউজটি দেখেছেনঃ 1726806 জন
স্মৃতির ফ্রেমে সুপ্রিয়া দেবী: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি
ছবি : সংগৃহীত

সুপ্রিয়া দেবী, বাংলা চলচ্চিত্রের একটি অমূল্য রত্ন, যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয় জয় করে আসছেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার অভিনয় ছিল এক অনবদ্য যুগলবন্দি।


৮ জানুয়ারি ১৯৩৫ সালে মিয়ানমারের কাচিন প্রদেশের মিয়িৎকিনা শহরে কৃষ্ণা নামে জন্ম নেওয়া সুপ্রিয়া, পরবর্তীতে পর্দায় সুপ্রিয়া দেবী নামে পরিচিত হন। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে পরিবার নিয়ে কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে তিনি নাচের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সাত বছর বয়সে নাটকে অভিনয় শুরু করেন।


সুপ্রিয়ার প্রথম চলচ্চিত্র 'নাগপাশ', যদিও মুক্তি পায়নি। ১৯৫২ সালে 'বসু পরিবার' সিনেমার মাধ্যমে তিনি পরিচিতি পান। ১৯৫৯ সালে উত্তম কুমারের সঙ্গে 'সোনার হরিণ' সিনেমায় অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।


ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা'তে তার অভিনয়, বিশেষ করে 'দাদা আমি বাঁচতে চাই' সংলাপটি, এখনও স্মরণীয়। সুপ্রিয়া দেবী অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন 'দেবদাস', 'শুন বরনারী' এবং 'কাল তুমি আলেয়া'।


উত্তম কুমারের সঙ্গে তার সম্পর্ক ছিল ১৭ বছরের। তিনি উত্তমের মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে ছিলেন। ২০১৮ সালের ২৬ জানুয়ারি, ৮৩ বছর বয়সে তিনি নিজ বাসভবনে প্রয়াত হন।


সুপ্রিয়া দেবীর অসাধারণ প্রতিভা এবং উজ্জ্বল ব্যক্তিত্ব আজও বাংলা চলচ্চিত্রে জীবন্ত রয়েছে।





নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক :

আপডেট :
সর্বশেষ সংবাদ