ঢাকা
খ্রিস্টাব্দ

আগামী প্রজন্মের জন্য বড় হুমকি অজ্ঞতা, যুদ্ধ নয় : কঙ্গনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২.০৮ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২.০৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 726116 জন

  • নিউজটি দেখেছেনঃ 726116 জন
আগামী প্রজন্মের জন্য বড় হুমকি অজ্ঞতা,  যুদ্ধ নয় : কঙ্গনা

বরাবরই ঠোঁটকাটা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি কাউকে কিছু বলার আগে দু’বার ভাবেন না। স্পষ্টভাষায় নিজের মতামত জানাতেই পছন্দ করেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় এবার আগামী প্রজন্মের ‘দুরবস্থা’ নিয়ে সুর চড়ালেন তিনি। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও রি-পোস্ট করেছেন কঙ্গনা। তাতে দেখা গেছে, বেশ কয়েকজন কিশোরীর মাঝে দাঁড়িয়ে সঞ্চালিকা প্রশ্ন করছেন- আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কী? একজন উত্তরে বলছে, ‘আমি ভুল গেছি।’ আবার আরেকজনের অবস্থা আরও ভয়ংকর। সে বলছে, ‘এখন বোধহয় কোনও পুরুষ রাষ্ট্রপতি রয়েছেন।’ 


আর এক কিশোরীর তো দ্রৌপদী মুর্মুর নাম বলতে গিয়ে যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কিছুতেই সঠিক জবাব দিতে পারছে না সে। উত্তরে বলছে, ‘মুরুনালি, আমি জানি না। মুরুনু বা এরকমই কিছু হবে।’ 


ওই ভিডিও দেখে রেগে একাকার কঙ্গনা। সোশ্যালে স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘যুদ্ধ নয়, অজ্ঞতাই আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করবে।’ কঙ্গনার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২.০৮ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২.০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ