ঢাকা
খ্রিস্টাব্দ

ফকির লালন শাহ: বৈষম্যবিরোধী সাধক ও মানবতার অনুসারী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1727560 জন
  • নিউজটি দেখেছেনঃ 1727560 জন
ফকির লালন শাহ: বৈষম্যবিরোধী সাধক ও মানবতার অনুসারী
ছবি : সংগৃহীত

ফকির লালন শাহকে বৈষম্যবিরোধী হিসেবে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "লালন ফকির ১৩৪ বছর আগে সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন।" কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়াতে, লালন আখড়ায় ১৩৪তম তিরোধান দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, "ফকির লালন সম্রাট ছিলেন না; তিনি ছিলেন একজন সাধক। তার বাণী আজও সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। লালনকে ভালোবাসলে নারীদের প্রতি অন্যায় করা উচিত নয়।"


তিনি লালন একাডেমির প্রতি লালন শাহের বাণী সংরক্ষণ এবং গবেষণার আহ্বান জানান। অনুষ্ঠানে যোগদানকারী অন্যান্য অতিথিরা যেমন কবি ফরহাদ মজহার, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং অধ্যাপক ড. মো. রশিদুজ্জামানও লালনের বাণীর গুরুত্ব তুলে ধরেন।


লালন শাহের শিক্ষা তুলে ধরে ফরিদা আখতার বলেন, "লালন শুধু গান গাওয়ার বিষয় নয়; তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নিজেকে প্রকাশ করতে হয়।"


১২৯৭ বঙ্গাব্দের ১লা কার্তিক থেকে প্রতিবছর এই তিরোধান দিবস পালিত হচ্ছে, যা লালন শাহের আধ্যাত্মিক ও সামাজিক দর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট :