ঢাকা
খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের ৩ কর্মকর্তার গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1738397 জন
  • নিউজটি দেখেছেনঃ 1738397 জন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের ৩ কর্মকর্তার গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর তিনজন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করেছে। এই তিনজনের মধ্যে রয়েছেন অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ, জুয়েল রানা ও রফিকুল ইসলাম।


ডিবির উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়। উল্লেখ্য, এই তালিকায় আরও এক কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত, অন্তর্ভুক্ত রয়েছেন, কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি।


গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামকে ২০১৩ সালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে অবরোধের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত তার জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অপরদিকে, কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার জুয়েল রানারও চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।


এই ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নতুন আলো ফেলেছে এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :