ঢাকা
খ্রিস্টাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে মুশফিকুর রহিম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1695820 জন
  • নিউজটি দেখেছেনঃ 1695820 জন
প্রথম বাংলাদেশি হিসেবে  ৬ হাজার রানের মাইলফলকে মুশফিকুর রহিম
ছবি : সংগৃহীত

টেস্টে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। মুশফিকুর রহিম নাম লেখালেন আরেকটি অনন্য কীর্তিতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে ঢুকেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ৩৩ রানে অপরাজিত আছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে ৬ হাজার থেকে ৩০ রান দূরে ছিলেন ডানহাতি এই ব্যাটার। এখন তার টেস্ট রান ৬,০০৩। ক্যারিয়ারের ৯৩তম টেস্টে এসে এই মাইলফলকে নাম লেখালেন মুশফিক।


মুশফিকের আগে টেস্টে ৬ হাজারি ক্লাবে ঢুকতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। ৫ হাজারি ক্লাবে আছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে ৫,১৩৪ রান নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে দেশসেরা ওপেনার। ৪ হাজারি ক্লাবে আছেন বাংলাদেশের দুইজন-সাকিব আল হাসান এবং মুমিনুল হক। সাকিব ৭১ টেস্টে করেছেন ৪,৬০৯ রান, মুমিনুল ৬৬ টেস্টে ৪,২৬৯। ৫০ টেস্টে ৩,০২৬ রান নিয়ে পঞ্চম স্থানে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট :
সর্বশেষ সংবাদ