ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।
নিউজটি দেখেছেনঃ 1700881 জন
  • নিউজটি দেখেছেনঃ 1700881 জন
চট্টগ্রামে বিয়ের প্রলোভনে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১
ছবি- র‌্যাবের হাতে গ্রেফতার মো.শফিউল আলম।

চট্টগ্রাম মহানগরীতে বিবাহের আশ্বাসে এক পোশাক শিল্প প্রতিষ্ঠানের কর্মীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শফিউল আলম (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। গ্রেফতার মো.শফিউল আলম নগরীর চান্দগাঁও এলাকার শমসের পাড়ার মাহাবুব আলমের ছেলে। সোমবার র‌্যাব-৭ সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গত রোববার নগরীর চাঁন্দগাও এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।


র‌্যাব সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগী ভিকটিমের বয়স ২৯ বছর। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। গত বছর জানুয়ারিতে গার্মেন্টসে চাকরির সুবাদে গ্রেফতার মোহাম্মদ শফিউল আলমের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়।


সম্পর্ক চলাকালে চলতি বছরের মার্চে শফিউল আলম তাকে বিবাহের আশ্বাস দিয়ে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একত্রে বসবাস করতে শুরু করে। পরবর্তীতে ভিকটিম গ্রেফতার শফিউলকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে শফিউল ভিকটিমকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। পরে ভিকটিম বাদী হয়ে চান্দগাঁও থানায় শফিউল আলমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।

আপডেট :