ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৮’শ জনের ফল পরিবর্তন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো:
নিউজটি দেখেছেনঃ 1504392 জন
  • নিউজটি দেখেছেনঃ 1504392 জন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৮’শ জনের ফল পরিবর্তন
ছবি : লাল সবুজ বাংলাদেশ

 ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১ হাজার ৮৪৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছে ১০১ পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে আরো ৬১ পরীক্ষার্থী। এবার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী। 


বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেবলেন, এইচএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে ১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে পাস করেছেন ১০১ জন। তবে এবার ফেল থেকে জিপিএ-৫ কেউ পায়নি।


তিনি বলেন, উত্তরপত্র পুনঃনীরিক্ষণে নম্বর বেড়েছে, তবু কৃতকার্য হতে পারেনি ৭১ শিক্ষার্থী। এছাড়া নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি এমন শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৮ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরিক্ষার্থীর সংখ্যা ৫৫৭ জন। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১২৯ জন। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো:

আপডেট :
সর্বশেষ সংবাদ