ঢাকা
খ্রিস্টাব্দ

বন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫০ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1095892 জন

  • নিউজটি দেখেছেনঃ 1095892 জন
বন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরে ট্রাক শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি ও তাদের উপর নির্যাতনের অভিযোগ এনে পিরোজপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মহসিন হাওলাদার এবং চতুর্থ শ্রেণির কর্মচারী জহির, রনি ও আবু সালেহ এর বিরুদ্ধে মানববন্ধন ট্রাক শ্রমিক ও সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


এতে  বক্তব্য রাখেন পিরোজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. জাকির হোসেন, কাঠ ব্যবসায়ী রবিউল শিকদার, ট্রাক চালক মো. সুজন শেখসহ স্থানীয় শিক্ষার্থীরা। 


এসময় তারা অভিযোগ করে বলেন, পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে ট্রাক বোঝাই কাঠ ঢাকা পাঠানোর সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে পিরোজপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মহসিন হাওলাদার এবং কর্মচারী জহির, রনি ও আবু সালেহ এসব ট্রাক থেকে চাঁদা আদায় এবং মাঝে মাঝে তাদেরকে মারপিট করেন। একারণেই তারা এ মানববন্ধন করেছে।


এসময় বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিচার দাবী করেন। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।


এ বিষয়ে পিরোজপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মহাসিন হাওলাদার বলেন, আমি এখানে নতুন এসেছি। গত ২০ দিন ধরে কতিপয় কিছু লোক যাদের আমি চিনি না তারা আমাকে এবং আমার কর্মচারীদের ব্যাবহার করে কিছু অনৈতিক কাজ করতে চেয়েছিল, যা আমরা অস্বীকার করলে আমাদের বিরুদ্ধে এমন অভিযোগে মানববন্ধন করেছে। চাঁদাবাজি ও মারপিটের বিষয়টি অস্বীকার করেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫০ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫০ অপরাহ্ন