ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনী পৌরসভার সাবেক কমিশনারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফেনী, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৯ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1056207 জন

  • নিউজটি দেখেছেনঃ 1056207 জন
ফেনী পৌরসভার সাবেক কমিশনারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলায় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য, ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর যৌথ বাহিনীর সদস্যরা তাকে তার ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া বাড়ি থেকে গ্রেফতার করে।


এর আগে জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় ১২ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা মামলার ২১ নম্বর আসামি স্বদলীয়দের হাতে বার বার নির্যাতিত  যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।


এ ছাড়াও শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে আইনের আওতায় আনতে মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি সাবেক আওয়ামী লীগের কমিশনার(কাউন্সিলর) শাখাওয়াত ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে দ্রুত আদালতে প্রেরণ করা হবে৷



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফেনী, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৯ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০.১৯ অপরাহ্ন