ঢাকা
খ্রিস্টাব্দ

আকাশে ওড়ার পর খুলে পড়ে চাকা

৭১ যাত্রী নিয়ে ঢাকায় বিমানের নিরাপদ অবতরণ

বিজি ৪৩৬ ফ্লাইটের ঘটনার পর শাহজালাল বিমানবন্দরের রানওয়ে সাময়িক বন্ধ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ৩.২৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৬ মে ২০২৫, ৩.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 702891 জন

  • নিউজটি দেখেছেনঃ 702891 জন
৭১ যাত্রী নিয়ে ঢাকায় বিমানের নিরাপদ অবতরণ
ছবি- ইন্টারনেট।


কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি উড্ডয়নের কিছু সময় পরই বড় ধরনের বিপদের মুখে পড়ে। আকাশে ওড়ার পর ফ্লাইটটির পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। তবে দক্ষ নিয়ন্ত্রণে ফ্লাইটটি শুক্রবার (১৬ মে ২০২৫) দুপুর ২টা ১৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, উড্ডয়নের পরপরই কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে একটি চাকা পড়ে থাকতে দেখা যায়। কন্ট্রোল টাওয়ার থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাকায় জানানো হলে, শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়।

বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।



এ ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম ঘটনাস্থলে থেকে উদ্ধার ও পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছে।

রওশন কবীর আরও জানান, “চাকা খোয়া যাওয়ার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। বিমানের ইঞ্জিনিয়াররা বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করছেন।” ইঞ্জিনিয়ারিং টিম তদন্তে নেমেছে  বলে জানা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ৩.২৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৬ মে ২০২৫, ৩.২৪ অপরাহ্ন